If so, you are welcome to visit Earn Money Online, Paying HYIP then you will see more earning process e.g. Invest Money to HYIP, FOREX etc. You can earn money as much as you want from online.
You can visit Digital Web Directory to know details of University, Stock Exchange, Chemical, Embassy, Real Estate, Developer, Historical Places, Newspaper, Travel related information etc.
What is oDesk? How do you start work at odesk as a freelancer?
oDesk is a global job marketplace and it is one of the best freelancing site in the world
due to their guaranteed payment system for hourly jobs.
odesk একটি আন্ত্মর্জাতিক কোম্পানী যেখানে বিশ্বের সকল চাকুরীদাতা ও মুক্ত পেশাজীবিরা অনলাইনে কাজ করে। এখানে যে কোন প্রতিষ্ঠান তাদের প্রয়োজন মত জনবল নিয়োগ দেয়ার জন্য odesk এর মাধ্যমে দ?তাসম্পন্ন কণ্ট্রাক্টর বা ফ্রিল্যান্সারকে খুঁজে নিয়োগ দেয় যা odesk কর্তৃক নিয়ন্ত্রণ থাকে। এখানে দুই ধরনের কাজ পাওয়া যায়, নং-(১) ঘন্টা ভিত্তিক এবং নং-(২) নির্ধারিত মূল্যের কাজ। ঘন্টা ভিত্তিক কাজে পারিশ্রমিক পাওয়ার পূর্ণ নিশ্চয়তা (guaranteed payment) থাকে যা oDesk Team software এর মাধ্যমে কাজ করতে হয়। আর নির্ধারিত মূল্যের কাজে পারিশ্রমিক পাওয়ার নিশ্চয়তা নেই, এটি চাকুরীদাতার (Client) ইচ্ছে অনিচ্ছার উপর নির্ভর করে। ইচ্ছে করলে দিতে চাকুরীদাতা(Client) পেমেন্ট দিতে পারে আবার নাও দিতে পারে। তবে একজন কণ্ট্রাক্টর(Contractor) হিসেবে আপনি সবসময় চাকুরীদাতা(Client) থেকে ঘন্টা ভিত্তিক কাজ নিলে টাকা পাওয়ার পূর্ণ নিশ্চয়তা থাকবে। ঘন্টা ভিত্তিক কাজে ওডেঙ্ টিম সফটওয়্যার এ প্রতি ১০ মিনিট এর স্ক্রীনশট হিসেবে রেকর্ড হবে এবং চাকুরীদাতা(Client) যে কোন সময় তা দেখতে পারবে। যদি আপনি ৩ ডলার করে ঘন্টা ভিত্তিক কাজের চুক্তি করে থাকেন তাহলে প্রতি ১০ মিনিটে আপনার আয় হবে ০.৫০ ডলার বা ৫০ সেন্ট; সে হিসেবে ১০ মিনিট অন্ত্মর অন্ত্মর আপনার একাউন্টে ডলার জমতে থাকবে, তবে অবশ্যই ঐ সময় আপনি চাকুরীদাতা(Client) কর্তৃক চুক্তি অনুযায়ী কাজ করতে হবে। কোন অবস্থাতে ওডেঙ্ টিম সফটওয়্যার ওপেন রেখে অন্য কোন কাজ করা যাবেনা। কারণ ওডেঙ্ টিম সফটওয়্যার যে কোন সময় মনিটরের স্ক্রীনশট নিয়ে নিবে যা চাকুরীদাতা(Client) দেখবে। তাই কাজ করার সময় খেয়াল রেখে কাজ করতে হবে। এখানে উলেস্নখ্য যে, আপনি চাকুরীদাতা(Client) এর সাথে ঘন্টা ভিত্তিক বা নির্ধারিত মূল্যের যে কাজই করেন না কেন প্রতিটি ঘন্টা বা নির্ধারিত মূল্যের কাজে odesk এর ১১% ফি যুক্ত হবে। যদি আপনি ঘন্টায় ৩ ডলারে কাজ করতে চান তাহলে প্রতি ঘন্টার মোট মূল্য হবে ৩ ডলার +০.৩৩=৩.৩৩ ডলার।
To signup at oDesk as a Contractor(Worker), please click the link below:
odesk registration
তারপর ধাপে ধাপে (Registration) এর বাকী ধাপগুলো সম্পন্ন করার পর (odesk) প্রোফাইল তৈরী করতে হবে। তবে সব তথ্যগুলো সঠিক ভাবে পূরণ করে প্রোফাইল তৈরী করতে হবে। কোন অবস্থাতে ভুল তথ্য দিয়ে (odesk) প্রোফাইল তৈরী করা যাবেনা তাহলে পরর্বতীতে কাজ পেতে সমস্যা হতে পারে। সবশেষে (odesk Readiness Test) দিয়ে কাজের জন্য আবেদন করা যাবে। তবে অবশ্যই যে যে কাজে আপনি দক্ষ সে সব কাজে আবদেন করতে হবে। অজানা কোন কাজের জন্য বিড করা যাবেনা এতে (Client / Employer) বিরক্ত হবে এবং পরর্বতীতে (Client) রিপ্লাই দিবেনা।
Before start working on oDesk, you have to learn one or more programs to earn money. This program includes:
Administrative Support:
Data Entry, Craigslist, Typing, Personal Assistant, Email Response Handling, Transcription
Design & Multimedia:
Graphic Design, Logo Design, Website Image editing, Print Design, Illustration, 3D Modeling & CAD, Video Production, Presentations, Audio Production, Voice Talent, Animation, Engineering & Technical Design
Desktop Applications, Application Interface Design, VOIP (Voice over Internet Protocol), Software Project Management,
Game Development, Scripts & Utilities, Software Plug-ins, Mobile Apps, Software QA