Home

Sri Lanka
শ্রীলংকা

রাষ্ট্রীয় নাম কি?
ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব শ্রীলংকা
ইংরেজিতে রাষ্ট্রীয় নাম (Democratic Socialist Republic of Sri Lanka)

শ্রীলংকার পূর্বনাম কি? (Former name of Sri Lanka)
সিলন (Ceylon)

শ্রীলংকার আয়তন কত? (Total area of Sri Lanka)
৬৫,৬১০ বর্গ কিমি [www.gov.lk/]

শ্রীলংকার প্রশাসনিক রাজধানীর নাম কি? (Administrative Capital of Sri Lanka)
শ্রী জয়াবর্ধানেপুর (Sri Jayawardenepura)

শ্রীলংকার বাণিজ্যিক রাজধানীর নাম কি? (Commercial Capital of Sri Lanka)
কলম্বো (Colombo)

শ্রীলংকার জনসংখ্যা কত? (Population of Sri Lanka)
২ কোটি ১০ লক্ষ (প্রায়)[UNFPA Report 2011]


শ্রীলংকার জনসংখ্যার ঘনত্ব? ২৯৬ জন প্রতি বর্গ কি.মি.
জনসংখ্যার অনুপাত : বৌদ্ধ-৭০%, হিন্দু-১৬%, খ্রিস্টান-৭%, মুসলমান-৭%

জনসংখ্যা বৃদ্ধির হার কত?
০.৮%

মুদ্রা কি?
শ্রীলংকান রুপি

শ্রীলংকার বর্তমান রাষ্ট্রপতি কে?
-মাহিন্দ রাজাপাকসে

শ্রীলংকার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি?
টেম্পল ট্রি

শ্রীলংকার সরকার প্রধান কে?
-রাষ্ট্রপতি

শ্রীলংকার প্রথম রাষ্ট্রপতি কে?
-উইলিয়াম গোপাল্লাওয়া


সরকার পদ্ধতি কিরূপ?
-প্রজাতন্ত্র [www.srilanka.travel]

স্বাধীনতা লাভ করে কবে?
৪ ফেব্রুয়ারি ১৯৪৮

জাতীয় দিবস কবে?
৪ ফেব্রুয়ারি

কোন দেশের উপনিবেশ ছিল?
যুক্তরাজ্য

শিক্ষার হার কত?
৯২.৫০% (২০০৩)

গড় আয়ু কত?
৭৪.৯ বছর

মাথাপিছু আয় কত?
৪,৯৪৩ মা. ডলার

শ্রীলংকার অফিসিয়াল ভাষা কি?
সিংহলি, তামিল ও ইংরেজি

শ্রীলংকার জাতীয় ভাষা কি? (National Languages of Sri Lanka)
সিংহলি ও তামিল (Sinhala & Tamil)

প্রধান ও রাষ্ট্রধর্ম কি?
বৌদ্ধ
জনক কে?
ডন স্টিফেন সেনানায়ক

শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রী কে? (Who is the present Prime Minister of Sri Lanka?)
ডিএম জয়ারত্নে (D. M. Jayaratne)

শ্রীলংকান আইনসভার নাম কি? (Legislature: Parliament)
পালামেন্ট

শ্রীলংকার আইনসভার সদস্য কত?
২২৫ (১৯৭৮ সালের পূর্বে ছিল ১৬৮টি)

শ্রীলংকার প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
-৬ বছর

শ্রীলংকার প্রথম প্রধানমন্ত্রী কে?
ডন স্টিফেন সেনানায়েক

শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
-Central Bank of Sri Lanka

সরকারি সংবাদ সংস্থার নাম কি?
লংকাপুভাথ (Lankapupath)

জাতীয় সঙ্গীতের শিরোনাম কি?
Sri Lanka Matha (composed by late Mr. Ananda Samarakoon)

জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
১৪ ডিসেম্বর ১৯৫৫

উল্লেখযোগ্য রাজনৈতিক দল কি কি?
ইউনাইটেড ন্যাশনাল পার্টি, ডেমোক্রেটিক ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট, মুসলিম ন্যাশনাল ইউনিটি অ্যালায়েন্স, শ্রীলংকা ফ্রিডম পার্টি প্রভৃতি
(Political parties in Sri Lanka: United National Party(UNP), Democratic United National Front, United People's Freedom Alliance, Sri Lanka Freedom Party, Janatha Vimukthi Peramuna, All Ceylon Muslim Congress, Communist Party of Sri Lanka etc.)

শ্রীলংকার প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসা আততায়ীর গুলিতে নিহত হন কবে?
১ মে ১৯৯৩ (আত্মঘাতী হত্যাকারী- কুলা বীরা সিংহাস)

সিংহলের নাম পরিবর্তন করে কবে শ্রীলংকা রাখা হয়?
১৯৭২ সালে

মুক্তার দ্বীপ হিসেবে খ্যাত কোন দেশ?
শ্রীলংকা

শ্রীলংকার প্রাচীন রাজধানীর নাম কি?
অনুরাধাপুর

শ্রীলংকার তামিল অধ্যুষিত এলাকার গেরিলা সংগঠনের নাম কি?
Liberation Tigers of Tamil Eelam (LTTE)

LTTE এর প্রতিষ্ঠাতা কে?
ভেলুপিল্লাই প্রভাকরণ

শ্রীলংকার প্রতাকাকে কি বলা হয়?
সিংহ পতাকা (Lion Flag)

শ্রীলংকার পতাকার বর্ণনা কি?
-পতাকার চারপাশে হলুদ বর্ডার (Border) ডানপাশে গাঢ় লাল আয়তকার মাঝখানে সিংহের ডান হাতে খাড়া তরবারী, সাথে চার কোণায ৪টি সোনালী বো(bo) পাতা, বামপাশে জাফরান ও সবুজ রঙের দুটি বর্ডার

National Flower of Sri Lanka: The Blue Water Lily (Nymphaea stellata)

সর্বোচ্চ পর্বতের নাম কি?
বামবারকান্দা

কলম্বো কোন নদীর মোহনায় অবস্থিত?
কেলানি

শ্রীলংকায় সবচেয়ে বেশি মুক্তা উতপাদন হয় কোথায়?
মান্নার-এ

শ্রীলংকার সাংস্কৃতিক রাজধানী বলা হয় কোন শহরকে?
ক্যান্ডি

শ্রীলংকার জাতীয় গাছ কি?
Mesua Ferrea (২৬ ফেব্রুয়ারি ১৯৮৬ ঘোষণা করা হয়)

শ্রীলংকার জাতীয় পাখি কি? (National Bird of Sri Lanka)
Jungle Fowl

সার্কভুক্ত কোন দেশ সাংবিধানিকভাবে বৌদ্ধ রাষ্ট্র?
শ্রীলংকা

বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকে

Who is the world's first woman (female) Prime Minister?
Answer: Sirimavo Bandaranaike, Sri Lanka

১৯৬০ সালের ২১ জুলাই তিনি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন. তিনি মোট তিন মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হন (২১ জুলাই ১৯৬০-২৭ মার্চ ১৯৬৫; ২৯ মে ১৯৭০-২৩ জুলাই ১৯৭৭ ও ১৪ নভেম্বর ১৯৯৪-১০ আগস্ট ২০০০).তার জন্ম ১৯৯৪ সালের ১৭ এপ্রিল এবং মৃত্যু ২০০০ সালের ১০ অক্টোবর. তার মেয়ে চন্দ্রিকা কুমারাতুঙ্গা শ্রীলংকার প্রধানমন্ত্রী ও প্রথম নারী প্রেসিডেন্ট.

Some cities in Sri Lanka:
Colombo(the capital city of Sri Lanka), Kandy city, Galle city, Ampara, Jaffna district, Vavuniya, Trincomalee, Gampaha district, Matale district, Ratnapura district, Badulla district, Matara district, Uttalam district, Batticaloa district, Kalutara, Mannar, Nuwara Eliya, Hambantota, Moneragala district etc.

Some useful information of Sri Lanka:


Earn Money Online


Villages of Bangladesh

Union Parishad

Municipality in Bangladesh

Ministers in Bangladesh

World

Bangladesh , India , Pakistan , Sri Lanka , Maldives , United States Australia China

Forum , Member , images , Blog


Bangladesh Districts