ঢাকাস্থ কবিরহাট উপজেলা সমিতি একটি ঐতিহ্যবাহী সমিতি। ঢাকায় বসবাসরত কবিরহাট উপজেলার সর্বস্তরের মানুষকে নিয়ে কবিরহাট উপজেলা কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয় এবং এটি সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত। ঢাকাস্থ কবিরহাট উপজেলা সমিতির বর্তমান এক্সিকিউটিভ কমিটির সভাপতি জনাব মোঃ জামাল উদ্দিন। ঢাকায় বসবাসরত কবিরহাট উপজেলাবাসীদের মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, সংসদ সদস্য, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, আইনজীবী, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট রাজনীতিবিদসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন।
ঢাকাস্থ কবিরহাট উপজেলা সমিতির "ইফতার ও দোয়া মাহফিল, ২০১৫" ২৪ জুন ২০১৫ তারিখে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, ঢাকায় সফলতার সাথে অনুষ্ঠিত হয় এবং এতে উপস্থিত ছিলেন সাবেক উপ-রাষ্ট্রপতি ও সাবেক আইন মন্ত্রী এবং বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য জনাব মওদুদ আহমদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনিসুল হক, নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরী, এম,পি; স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জনাব এ,কে,এম, জাফর উল্লাহ, কবিরহাট পৌরসভার মেয়র জনাব রায়হান সহ কবিরহাট উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কবিরহাট উপজেলার সর্বস্তরের জনগণ এতে উপস্থিত ছিলেন। ঢাকাস্থ কবিরহাট উপজেলা সমিতির পক্ষ থেকে আজীবন সদস্য হওয়ার জন্য ঢাকাস্থ কবিরহাট উপজেলাবাসীকে আহবান জানিয়েছে। অল্প কিছু দিনের মধ্যে সমিতির পক্ষ থেকে আজীবন সদস্য সংগ্রহের কাজ শুরু হবে এবং সংগৃহীত টাকা দিয়ে ঢাকাস্থ কবিরহাট উপজেলা সমিতির একটি স্থায়ী অফিস কেনার পরিকল্পনা রয়েছে।